বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ জাপানের যে করুন অবস্থা হয়েছে তা যে আমাদের দেশে হবে না তার কোন নিশ্চয়তা নেই। প্রায় ৩৩ ফুট উচ্চতার সুনামি ১০ লাখ মানুষের সর্বশান্ত আর দেড়শ বছরের ইতিহাস রচনা করেছে এই ভূমিকম্প। জাপানে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার খুব কাছাকাছি মাত্রায় কিন্তু আমাদের দেশেও হয়েছে। তাই হাত-পা গুটিয়ে থাকলে হবে, সময় এসেছে আমাদের নিজেদের সচেতন হবার। ঐই বিষয় নিয়ে আজ সন্ধ্যায় আমার ল্যাবোটরিতে গিয়ে চিন্তা করলাম। হঠা করে মাথায় একটা প্রজেক্ট আসলো। তাই বসে গেলাম প্রজেক্ট ডিজাইন করতে। তাহলে আসুন দেখি কিভাবে বানাতে হবে এই প্রজেক্ট !
যা যা প্রয়োজনঃ
1. ছোট প্লাস্টিকের কৈটা। ( সিরাপের ভিতরে থাকে )
2. মোম।
3. একটি ধাতব নল বা কলমের স্প্রিং।
4. একটী ছোট সুঁই
5. একটি L.E.D লাইট
6. একটি 3.5v ব্যাটারি। মোবাইলের ব্যাটারিও ব্যবহার করতে পারেন।
এ ছাড়া একগজ চিকন তার ও একটি মোবাইলের সিম ছাড়া কার্ড লাগবে…
যেভাবে তৈরি করতে হবেঃ
প্রথমে আপনাকে মোবাইলের সিম কার্ডের উপরে একটি ধাতব নল বা কলমের স্প্রিং আঠা দিয়ে সোজা করে লাগাতে হবে এবং এর শেষ প্রান্তের সাথে তামার চিকন তার সংযোগ করতে হবে। এবার ছোট প্লাস্টিকের কৈটা এর তলার ঠিক মাঝখানে একটি ছোট সুঁই দিয়ে ফুঁটো করতে হবে এবং সুঁইটি ভিতরে ডুকিয়ে দিয়ে এর শেষ প্রান্তে তামার তার দিয়ে তা মুক্ত ভাবে ঝুলিয়ে দিতে হবে। এবার এই সুঁই সহ কৈটা ধাতব নল বা কলমের স্প্রিং এর মাঝ বরাবর বসাতে হবে। খেয়াল রাখতে হবে যেন সুঁইটি স্প্রিং এর মাঝ বরাবর মুক্ত অবস্থায় থাকে। এবার ধাতব নলের সাথে একটি LED লাইটের এক প্রান্ত সংযোগ করি এবং LED লাইটের অপর প্রান্তে তামার তার দিয়ে ব্যাটারির এক প্রান্তে সংযোগ করি। এখন সুঁই এর সাথে সংযোগ থাকা তামার তারকে ব্যাটারির অপর প্রান্তের সাথে জুড়ে দেই। ব্যাস তৈরি হয়ে গেল ভূমিকম্প শর্তকতা এলার্ম। এটিকে আপনি কলিং বেল যোগ করতে পারেন এজন্য নিচের প্রজেক্ট ডিজাইনটি দেখুন।
এখানে কেবল মাত্র ব্যাটারি সংযোগ করা হয়নি এবং LED লাইটের জায়গায় কলিং বেল এর দুই তারের সংযোগ তৈরি করা হয়ছে। আর এক্ষেত্রে কলিং বেল অবশ্যই ব্যাটারি চালিত হতে হবে।
সুবিধা সমূহঃ
১। জোড়ে বাতাস হলেও এটি এলার্ম দিতে পারবে না।
২। কেবল মাত্র ভূমিকম্প হলে বা কোন কারনে ভূমি কাঁপলে এটি সর্তকতা এলার্ম দিবে।
৩। এটি তৈরি করতে ২০-৩০ টাকা লাগবে ( কলিং বেল ছাড়া )
৪। এটি যে কেউ তৈরি করতে পারবে এবং নিজে ইচ্ছে মতন আপডেট করতে পারে।
বিদ্রঃ এই যন্ত্রটি অবশ্যই সমতল কোন স্থানে রাখতে হবে। এজন্য টিভির উপরেও রাখতে পারেন।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
— মাইক্রোহ্যাকার আলমাস।