Wednesday, March 16, 2011

ভূমিকম্প !!! নিজেই তৈরি করুন ভূমিকম্প সর্তকতা এলার্ম। A Project by .EXE


বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ জাপানের যে করুন অবস্থা হয়েছে তা যে আমাদের দেশে হবে না তার কোন নিশ্চয়তা নেই। প্রায় ৩৩ ফুট উচ্চতার সুনামি ১০ লাখ মানুষের সর্বশান্ত আর দেড়শ বছরের ইতিহাস রচনা করেছে এই ভূমিকম্প। জাপানে যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার খুব কাছাকাছি মাত্রায় কিন্তু আমাদের দেশেও হয়েছে। তাই হাত-পা গুটিয়ে থাকলে হবে, সময় এসেছে আমাদের নিজেদের সচেতন হবার। ঐই বিষয় নিয়ে আজ সন্ধ্যায় আমার ল্যাবোটরিতে গিয়ে চিন্তা করলাম। হঠা করে মাথায় একটা প্রজেক্ট আসলো। তাই বসে গেলাম প্রজেক্ট ডিজাইন করতে। তাহলে আসুন দেখি কিভাবে বানাতে হবে এই প্রজেক্ট !

যা যা প্রয়োজনঃ

1. ছোট প্লাস্টিকের কৈটা। ( সিরাপের ভিতরে থাকে )
2. মোম।
3. একটি ধাতব নল বা কলমের স্প্রিং।
4. একটী ছোট সুঁই
5. একটি L.E.D লাইট
6. একটি 3.5v ব্যাটারি। মোবাইলের ব্যাটারিও ব্যবহার করতে পারেন।

এ ছাড়া একগজ চিকন তার ও একটি মোবাইলের সিম ছাড়া কার্ড লাগবে…

যেভাবে তৈরি করতে হবেঃ



প্রথমে আপনাকে মোবাইলের সিম কার্ডের উপরে একটি ধাতব নল বা কলমের স্প্রিং আঠা দিয়ে সোজা করে লাগাতে হবে এবং এর শেষ প্রান্তের সাথে তামার চিকন তার সংযোগ করতে হবে। এবার ছোট প্লাস্টিকের কৈটা এর তলার ঠিক মাঝখানে একটি ছোট সুঁই দিয়ে ফুঁটো করতে হবে এবং সুঁইটি ভিতরে ডুকিয়ে দিয়ে এর শেষ প্রান্তে তামার তার দিয়ে তা মুক্ত ভাবে ঝুলিয়ে দিতে হবে। এবার এই সুঁই সহ কৈটা ধাতব নল বা কলমের স্প্রিং এর মাঝ বরাবর বসাতে হবে। খেয়াল রাখতে হবে যেন সুঁইটি স্প্রিং এর মাঝ বরাবর মুক্ত অবস্থায় থাকে। এবার ধাতব নলের সাথে একটি LED লাইটের এক প্রান্ত সংযোগ করি এবং LED লাইটের অপর প্রান্তে তামার তার দিয়ে ব্যাটারির এক প্রান্তে সংযোগ করি। এখন সুঁই এর সাথে সংযোগ থাকা তামার তারকে ব্যাটারির অপর প্রান্তের সাথে জুড়ে দেই। ব্যাস তৈরি হয়ে গেল ভূমিকম্প শর্তকতা এলার্ম। এটিকে আপনি কলিং বেল যোগ করতে পারেন এজন্য নিচের প্রজেক্ট ডিজাইনটি দেখুন।



এখানে কেবল মাত্র ব্যাটারি সংযোগ করা হয়নি এবং LED লাইটের জায়গায় কলিং বেল এর দুই তারের সংযোগ তৈরি করা হয়ছে। আর এক্ষেত্রে কলিং বেল অবশ্যই ব্যাটারি চালিত হতে হবে।

সুবিধা সমূহঃ

১। জোড়ে বাতাস হলেও এটি এলার্ম দিতে পারবে না।
২। কেবল মাত্র ভূমিকম্প হলে বা কোন কারনে ভূমি কাঁপলে এটি সর্তকতা এলার্ম দিবে।
৩। এটি তৈরি করতে ২০-৩০ টাকা লাগবে ( কলিং বেল ছাড়া )
৪। এটি যে কেউ তৈরি করতে পারবে এবং নিজে ইচ্ছে মতন আপডেট করতে পারে।

বিদ্রঃ এই যন্ত্রটি অবশ্যই সমতল কোন স্থানে রাখতে হবে। এজন্য টিভির উপরেও রাখতে পারেন।

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবেআর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
মাইক্রোহ্যাকার আলমাস

পর্ণ সাইট বন্ধে বাংলাদেশের প্রথম ফ্রী Anti-Porn সফটওয়্যার ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি+ডাউনলোড লিঙ্ক…

বর্তমানে আমাদের দেশে ইভটিজিং নামের একটি শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে। এর জন্য আমরা কত খানি দায়ী তা হয়তো পরিষ্কার ভাবে জানা যাবে না। তবে ইভটিজিং এর জন্য আমরা কত টুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়। আর এই সমস্যর অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ থেকে। আজ আমাদের দেশের এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় প্রায় প্রাথমিক স্তরেই। আপনি একবার আপনার মনকে প্রশ্ন করুন, ভাবুন আপনারই ছোট কোন আদরের ভাই বা বোন যদি আপনারই চোখের সমনে ন্ষ্ট হয়ে যায় সে মুহূত্বে আপনার অনুভূতি কেমনটি হবে। সমজে যখন আপনারই সেই ভাই বা বোন যখন কীটের মতন অপদার্থ, নষ্টা এবং লজ্জাকর ভাবে জীবন যাপন করবে তখন আপনার কেমন লাগবে। কিন্তু সেই সময় হয়তো তাকে এই জীবন থেকে ফিরিয়ে আনাও সম্ভব হবে না।



বাংলাদেশের তরুন-তরুনিদের এই দূরাবস্থার এভাবে আর একটুকুও বাড়তে দেয়া যাবে না। এজন্য আপনাকেই নিজের এবং অন্যার প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হব। আর এই প্রতিরোধের কথা বিবেচনা করে আমাদের “বাংলাদেশ সাইবার আর্মি” এবং আমি আলমাস এক হয়ে তৈরি করেছি বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার BDAnti-Porn v1.0.0.0 প্রায় ৬০০+ ইন্টারন্যাসনাল ও বাংলাদেশী পর্ণ এর সাথে সংশ্লিষ্ট ওয়েব সাইট, চ্যাট সাইট, ইমেজ ও ভিডিও সাইট মাত্র এক ক্লিকে বন্ধ করতে পারবে এই BDAnti-Porn v1.0.0

 
সফটওয়্যারটি ডাউনলোড করার পর BDAnti-Porn v1.0.0.exe তে ক্লিক করুন এবং SN.txt ফাইল থেকে ফ্রী পাসওয়ার্ডটি দিয়ে OK করুন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। এর পর আপনার কম্পিউটারের যেকোন ব্লাউজার থেকে BDAnti-Porn এর ডাটাবেজে থাকা কোন প্রকার পর্ণ সাইট ভিজিট করা যাবে না।

বর্তমানে অনেকেই এখন পর্ণ কে খুবই সাধারন ভাবে দেখেন। হয়তো এমন এক সময় পর্ণ কাজে সম্পূত থাকাও একটি সাধারন ব্যাপার হয়ে দাড়াবে। আর এর সব নমুনার পরিচয় বা বর্ণনা দেয়া হয়েছে পবিত্র “কুরআন মাজীদে”। মানুষের মৃত্যু যে হবেই এর কোন নিস্তার নেই। আর আপনার দুষ্ট কর্মের শাস্তিও যে একদিন হবেই এরও কোন নিস্তার নেই। আসুন এই পৃথিবীতে আমরা যতটুকু সময় আছি ততটুকুই ভাল কাজ করি, ভাল কাজে মানুষকে প্রেরনা জোগাই… তাহলেই আমাদের দেশ সোনার বাংলাদেশে রূপ নেবে।

Sunday, March 6, 2011

খুব শীঘ্রই বাংলার বুকে আসছে “ এশিয়ার প্রথম সম্পূর্ণ বাংলা হ্যাকিং টিউটোরিয়াল ইবুক .EXE ”


আসা করি আপনারা সব্বাই অনেক অনেক ভাল আছেন। মনে হচ্ছে টেকটিউনস আগের চেয়ে অনেক বদলে গেছে। অনেক নতুন টিউনারদের দেখতে পেয়ে ভাল লাগার পরিমান টুকো যেন আরও একটু বেড়ে গেল। সকল টিউনার এবং সকল ভিজিটরদের প্রতি রইলো আমার বুক ভরা ভালবাসা। একজন সাধারন মানুষ হিসাবে আপনার আমাকে যা দিয়েছেন তা আমার কাছে অনেক কিছু। আমি এ পর্য়ন্ত যত গুলো হ্যাকিং বিষয়ক টিউন করেছি তাতে আপনাদের প্রচুর সারা পেয়েছি। এই সারা পাওয়া এবং এই সারা থেকেই হয়তো আজ এশিয়ার প্রথম সম্পূর্ণ বাংলা হ্যাকিং ইবুক .EXE এর সৃষ্টি হচ্ছে। হ্যাকিং বিষয়ে জ্ঞন পিপাসুদের চাহিদা পূরণের লক্ষে আমার এবং আমাদের এই ক্ষুদ্র প্যয়াস। এই বইটিতে আমি এবং আমরা মূলত হ্যাকিং সমন্ধে প্রাথমিক ধারণা, ইতিহাস, হ্যাকিং এর ধরন, হ্যাকিং প্রতিরোধে শতভাগ নিরাপত্তা প্রদান এবং রোমাঞ্চকর হ্যাকিং কৌশল সমন্ধে আলোচনা করেছি। যে খানে স্থান পেয়েছে শতভাগ নিশ্চতাসহ ইমেইল হ্যাকিং। আমার লক্ষ্য হ্যাকিং সমন্ধে জ্ঞানপিপাসুদের কিছুটা জ্ঞানের চাহিদা মেটানো। আশা করছি এর মাধ্যমে জ্ঞানপিপাসুদের কিছুটা জ্ঞানের চাহিদা পূরণ হবে। তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ হয়তো এখন আগের চেয়ে অনেক উন্নতি সাধন করেছে। তবে বাংলাদেশে এখনো সাইবার ক্ষাতে অনেক পিছিয়ে। এটা নিশ্চিত যে আমাদের বাংলাদেশে হয়তো কখনো বড় মাপের হ্যাকার তৈরি হবে না বা তৈরি হতে দেওয়া হবে না। এর প্রধান কারন বাংলাদেশের প্রশাসন হ্যাকারদের বিস্তারকে প্রতিরোধ করছে যার ফলাফল হিসাবে বাংলাদেশে সাইবার নিরাপত্বা জড়ালো ভাবে গড়ে উঠেনি। তবে আমরা কখনোই চাই না নিজের মাতৃভূমির ক্ষতি করতে। আমাদেরও খারাপ লাগে যখন শুনি বাংলাদেশের ওয়েব প্রোর্টালগুলো ভারতের হ্যাকার কতৃক হ্যাক হয়। তাই সরকারের প্রতি আকুল আবেদন বাংলাদেশের হ্যাকারদেরকে দেশের সম্পদ হিসাবে মনে করা এবং হ্যাকিং কে শিক্ষা হিসাবে মনে করা।

আজকের এই রাত এবং আগামীকাল সকালটুকুর জন্য হয়তো আমি টেকটিউনসে আছি। এরপর হয়তো হারিয়ে যাব অদৃশ্য কেন নগরীতে…